ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীনের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আড়াইশ জন। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬৬ জনে।
ইতালিতে শনিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬৬০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৪৩৯ জন।
খাবার ও ওষুধের দোকান ছাড়া সব দোকান-পাট, শপিংমল এমনকি রোমের সব ক্যাথলিক চার্চ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অতি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
ইতালির পরে সবচে ঝুঁকিতে রয়েছে ইরান। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫১৪ জন। আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩৬৪ জন।
সারা বিশ্বে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ৪৫ হাজার ৬৮১ জন। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ৪৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৫৩২ জন।
এখন পর্যন্ত বিশ্বের ১৪৫ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।