ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইরানের করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্র হিসেবে পরিচিত কোম শহরে গণকবর খোড়া হচ্ছে। স্যাটেলাইট থেকে তোলা ছবি প্রকাশ করে এ তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসে নিহতের প্রকৃত সংখ্যা গোপন করতে সেখানে গণকবর দিচ্ছে ইরান।
অন্যদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত মাসের শেষ দিকে ইরানে মুসলিমদের পবিত্র শহর কোম-এ গণকবর খোড়া হয়। প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়, ইরানে করোনা ভাইরাসে সরকারের হিসেব থেকেও কয়েকগুন বেশি মানুষ মারা গেছে। সে তথ্য লুকাতেই শহরের বাইরে গণকবরের ব্যবস্থা হচ্ছে।
ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩শ। নতুরন করে আক্রান্ত হয়েছে ১২৮৯জন আর মারা গেছেন ৫১৪ জন।