আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী হামলায় প্রাণ দিলেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানী তেহরানের কাছে সন্ত্রাসী হামলায় নিহত হন তিনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন।
ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সন্ত্রাসীরা প্রথমে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লেও পরে তাকে লক্ষ্য করে গুলি করে। সূত্র:বিবিসি
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মোহসিন ফখিরাজাদেকে নিয়ে যে গাড়িটি যাচ্ছিলো সশস্ত্র সন্ত্রাসীরা সেই গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। তার দেহরক্ষী ও সন্ত্রাসীদের মধ্যে এরপর সংঘর্ষ হয়। এতে ফখিরাজাদে গুরুতরভাবে আহত হন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারা বাঁচানোর সবরকম চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাকে ইরানের গোপন পরমাণু কর্মসূচির পেছনে প্রধান বলে মনে করত।
সান নিউজ/বিএস