আন্তর্জাতিক ডেস্ক : মিসরে একটি রোবট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মাহমুদ এল কোমি নামের এক ইঞ্জিনিয়ার। তার বানানো রিমোট কন্ট্রোল রোবট ‘কিরা-০৩’ কোভিড-১৯ পরীক্ষা করতে পারে।
এমনকি রোগীর শরীরের তাপমাত্রা যাচাই করতে পারে রোবটটি। কোনো রোগী মাস্ক পরা না থাকলে সতর্ক করার কাজও করছে এটি। কায়রোর উত্তরাঞ্চলের একটি বেসরকারি হাসপাতালে কাজ করছে এই রোবট।
মাহমুদ বলছেন, সঠিক ফলাফল দিতে পারায় রোগীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। সূত্র : সিনহুয়া
সান নিউজ/এম