আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে যেতে হলো স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠকে। তিনি এরই মধ্যে ১০ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন। খবর বিবিসির।
৫২ বছর বয়সী রাজা ফিলিপ রোববার এক ব্যক্তির সংস্পর্শে আসে, যিনি করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন। সেই দিন থেকেই তিনি কোয়ারেন্টিন শুরু করেন। রাজা কোয়ারেন্টিনে থাকলেও তার স্ত্রী এবং দুই মেয়ে সুস্থ আছেন। তারা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
করোনার সংক্রমণের শুরুতে ইউরোপের যে কয়টি দেশে ভাইরাসটি বড় আঘাত হানে তার মধ্যে স্পেন অন্যতম। পরবর্তীতে সংক্রমণ কমে এলেও শীত মৌসুমে দেশটিতে মহামারি আকারে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।
এখন পর্যন্ত স্পেনে ১৬ লাখের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪৩ হাজার ১৩১ জন। গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তারা করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছেন। আগামী বছরের প্রথমার্ধেই এই ভ্যাকসিন পাবেন স্প্যানিশ জনগণ।খবর বিবিসির।
সান নিউজ/এসএ/এস