টানা বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও আশপাশের অঞ্চল। রাজধানীর কোথাও কোথাও গলা পানি।
বিভিন্ন এলাকা থেকে আসছে মৃত্যুর খবর। এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাজধানীতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে জাকার্তার আকাশে যেন আর মেঘ না পৌঁছাতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।
বন্যা ও ভূমিধসে শুধুমাত্র জাকার্তায় মারা গেছে ৩৫ জন। পার্শ্ববর্তী জাভা উপদ্বীপ থেকে আরও অন্তত আট জনের মৃত্যুর খবর জানা গেছে। এছাড়া বসতবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ।
গত ৩১ ডিসেম্বর রাত থেকে জাকার্তা ও এর আশপাশের অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়। যা এখনও অব্যাহত রয়েছে।