আন্তর্জাতিক ডেস্ক : দুই দিনব্যাপী জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন দ্বিতীয় মেয়াদে নির্বাচনে হেরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউজের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। খবর দ্য হিল।
শনিবার ও রবিবার (২২ নভেম্বর) প্রাণঘাতী করোনা মহামারির কারণে সৌদি আরবের আয়োজনে এবারের সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম কোনও আরব দেশ জি-২০ সম্মেলনের আয়োজন করছে।
সৌদি আরবের বাদশাহ সালমানের সভাপতিত্বে বিশ্বের ১৯টি বৃহৎ অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়ন এতে অংশগ্রহণ করছে। ট্রাম্পের ক্ষমতাকালীন সময়ে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ফলে বিভিন্ন বিষয়ে মুসলিম এই দেশটিতে সাহায্যে করেছেন ট্রাম্প।
সর্বশেষ সাংবাদিক জামাল খাসোগি হত্যার দায়ে অভিযুক্ত মোহাম্মদ বিন সালমানকে বিচারের হাত থেকেও বাঁচিয়েছেন ট্রাম্প। তাই মার্কিন নির্বাচনে জো বাইডেনের কাছে বিপুল ভোটে হেরে গেলেও এই সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি।
হোয়াইট হাউজ প্রকাশিত ট্রাম্পের সূচি অনুসারে, সম্মেলনে রবিবার অংশগ্রহণ করবেন ট্রাম্প। তবে কোন অনুষ্ঠানে তিনি যুক্ত হবেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি।
সান নিউজ/এসএ