আন্তর্জাতিক

১৫ দিনের মধ্যে মুক্তি পাচ্ছেন দেড় হাজার তালেবান বন্দী

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে দেড় হাজার তালেবান বন্দীকে মুক্তি দিচ্ছে আফগান সরকার। এদিকে তালেবানরাও তাদের কাছে বন্দী এক হাজার আফগান সেনাকে মুক্তি দিতে রাজি হয়েছে।

সম্প্রতি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি মুক্তির বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তালেবান বন্দীদের মুক্তি দেয়ার আগে তাদের কাছ থেকে আর যুদ্ধক্ষেত্রে না ফেরা বিষয়ে অঙ্গীকারপত্রে স্বাক্ষর নিচ্ছে আফগান সরকার। এই বিষয়ে আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রতিদিন একশজন করে কারাবন্দী মুক্তি পাবে।

আগামী ১৫ দিনের মধ্যে দেড় হাজার তালেবান বন্দীদের মুক্তি দেয়া হবে বলেও জানায় অফগান সরকার।

এছাড়া তালেবান এবং আফগান সরকারে মধ্যে বাকি বন্দীদের মুক্তি দেয়ার বিষয়েও আলোচনা চলবে। এই আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হলে প্রতি দু সপ্তাহে পাঁচশজন করে প্রায় পাঁচ হাজার তালেবান বন্দীদের আফগান সরকার মুক্তি দিবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানদের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে আফগান সরকার ওই শান্তি চুক্তিতে অংশ নেয়নি। আর ওই সময় তালেবানরা দাবি করে, চুক্তি হলেও আফগান সরকার তাদের বন্দীদের মুক্তি দিতে চাইছে না।

তবে আফগান সরকারের পক্ষ থেকে তখন দাবি করা হয়, তারা বন্দীদের মুক্তি দেয়ার বিষয়ে কোন চুক্তি করেনি। শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও গত সপ্তাহে আফগান বাহিনীকে রক্ষার জন্য তালেবানদের বিরুদ্ধে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

গত সোমবার আবারও ক্ষমতায় আসার পর আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবান বন্দীদের মুক্তি দেয়ার বিষয়ে মত প্রকাশ করেন। তারই ফলস্বরূপ বন্দী মুক্তি কার্যক্রম শুরু হচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদাগাস্কারে নৌকাডুবে ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মাদাগাস্কারের উপকূলে দুইটি নৌকাডুবে কমপক...

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায়...

মাটিরাঙ্গায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন ব্যবসা...

মুন্সীগঞ্জে সিন্ডিকেটের কব্জায় আলু

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: রাজধানীর কাছের জেলা...

গজারিয়াতে বিপাকে সাধারণ জেলেরা

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়...

রাজধানীসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ দিনের মধ্যে দেশের ৪ বিভাগে বজ্রবৃষ...

সংবিধান সংস্কারে জনমত জরিপ 

নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কারে দেশব্যাপী জনমত জরিপ কার্য...

মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া গতির মোটরসাইকে...

চিন্ময়কে মুক্তি না দিলে সীমান্ত অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপ...

উত্তরের জনপদে জেঁকে বসছে শীত

জেলা প্রতিনিধি: হেমন্তের বিদায়লগ্নে উত্তরের জনপদে জেঁকে বসছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা