আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে রকেট হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী বলে জানিয়েছে সেদেশের সংসদের আল-ফাতাহ জোট।
জোটের সংসদ সদস্য মুখতার আল মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা ভাব দেখাচ্ছে যে গ্রিন জোনে হামলার পেছনে রয়েছে প্রতিরোধ সংগঠনগুলো। তারা এর মাধ্যমে দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে চায়। কিন্তু এর পেছনে রয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। তারাই এ কাজ করাচ্ছে। গ্রিন জোনেই মার্কিন দূতাবাস অবস্থিত।
তিনি আরও বলেছেন, মঙ্গলবার রাতের রকেট হামলার সঙ্গে প্রতিরোধ সংগঠনগুলোর কোনো সম্পর্ক নেই। এই হামলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগেও ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো জানিয়েছে, গ্রিন জোনে হামলার সঙ্গে মার্কিন দূতাবাস জড়িত। সন্ত্রাসীদের সহযোগিতায় তারাই এ ধরণের হামলা চালাচ্ছে।
গত মঙ্গলবার রাতে বাগদাদের গ্রিন জোনে সাতটি রকেট আঘাত হেনেছে। এ ধরণের হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোকে দায়ী করে থাকে।
সান নিউজ/এস