আন্তর্জাতিক

মার্কিন সমাজ ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কোনোভাবেই নির্বাচনের ফলাফল মেনে নিচ্ছেন না এই বিদায়ী প্রেসিডেন্ট। এমনকি পরবর্তী সরকার গঠনে বিজয়ী দলকে সহযোগিতার কোনো আভাসও দেননি তিনি।

এদিকে, বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফলে অস্বীকৃতি জানানোয় যে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেশটির সামাজিক ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন অনেকে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ বিষয়ে সতর্ক করে এক সাক্ষাতকারে বলেছেন, প্রতিটি প্রার্থীই সাত কোটির বেশি ভোট পেয়েছেন যা দেশটির সামাজিক বিভক্তি সৃষ্টির বড় প্রমাণ। রিপাবলিকান দলের বহু নেতা নির্বাচন কারচুপি হওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিরোধিতা না করার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ‌আমরা আইনের ঊর্ধ্বে নই এবং আমরা আইনের চেয়ে শ্রেষ্ঠ নই। এটাই ডেমোক্রেট দলের মূল বিশ্বাস।

নির্বাচন পরবর্তী উত্তেজনার কারণে মার্কিন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি ও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ওবামার স্বীকারোক্তি থেকে বোঝা যায় দেশটি বিরাট সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে তিনি স্বেচ্ছাচারী নীতি অনুসরণ করে আসছেন এবং এমন সব পদক্ষেপ নিয়েছেন যা দেশটির শাসন কাঠামোর পরিপন্থী ও সমাজ বিরোধী। তাই এর বিরুদ্ধে চরম অসন্তোষ বিরাজ করছে।

প্রেসিডেন্ট ট্রাম্প মূলত একজন ব্যবসায়ী এবং রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই তিনি নির্বাচনে জিতে হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন। অনভিজ্ঞ ট্রাম্প এমন সব বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন যা সাবেক প্রেসিডেন্ট ওবামার নীতির বিরোধী এবং এর পরিণতিতে আমেরিকার ভেতরে ও বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন তিনি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির ঘটনা আসলে গত চার বছরে তার বহু অপকর্মের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ ও প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

এক পরিসংখ্যানে দেখা গেছে, এবারের নির্বাচনে ট্রাম্প পেয়েছেন সাত কোটি ৩০ লাখের বেশি ভোট এবং জো বাইডেন পেয়েছেন সাত কোটি ৮০ লাখের বেশি ভোট। এই হিসাব থেকে শুধু যে ডেমোক্রেট ও রিপাবলিকান দলের মধ্যেকার রাজনৈতিক বিভেদ উঠে এসেছে তাই নয় একইসঙ্গে মার্কিন সমাজেও বিভক্তির চিহ্ন ফুটে উঠেছে।

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মার্কিন সমাজে বিভক্তির বিষয়টি কেবল বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তারও বহু আগে থেকে বিভক্তির আলামত দেখা দিয়েছে। বর্তমানে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এ বিভক্তি চরম আকার ধারণ করেছে।

রাজনৈতিক ক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল হওয়ার অন্যতম কারণ হচ্ছে শাসকদের একের পর এক ভুল সিদ্ধান্ত এবং প্রশাসনের বিভিন্ন অঙ্গনে ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর প্রভাব বিস্তারের ফলে কেবল বিশেষ মহলের স্বার্থ রক্ষা করা হচ্ছে। এর প্রভাব পড়ছে সমাজে। ফলে সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বর্তমানে এ বিরোধ প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আদর্শিক দ্বন্দ্বে রূপ নিয়েছে যা দেশটির সামাজিক শৃঙ্খলা ও ঐক্যের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অনেকে এটাকে যুক্তরাষ্ট্রের পতনের ইঙ্গিত হিসেবে দেখছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেনি মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভরাডুবির প্রতিক্রিয়ায় বলেছেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন একটি বিষয় স্পষ্ট, তা হচ্ছে তারা নিশ্চিতভাবে রাজনৈতিক ও নৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়ল এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দ...

সাকিবের ব্যাংক হিসাব তলব

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে...

১৩ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের ১৩টি অঞ্চ...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বুধবার (২ অক্টোবর) বেশ কিছ...

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে সাপের কামড়ে এক গৃহব...

সীমান্তে দুই ভারতীয় আটক

জেলা প্রতিনিধি : রাজশাহী সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আট...

বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপ...

জামিন পেলেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব...

বাহাদুর হোসেন খান’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের...

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় শতাধিক যাত্রী বহনকারী একটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা