ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস নামে পরিচিত কভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৯২২ জন। আক্রান্ত হয়েছে এক লাখ ৭ হাজার ৭৩৬ জন। বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬১ জন। গড়ে মারা গেছে ৩ দশমিক ৪ জন। অন্যদিকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে গড়ে ৫৮ শতাংশ।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে গড়ে ৬৫ শতাংশ। এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট আক্রান্ত হয়েছে ১৩৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছড়েছেন ৯০ জন। এদের চারজন বাংলাদেশি রয়েছে। বাকি ৪৮ জনরে মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কা জনক।
করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩১৩ জন। তবে ইতালি ও ইরানের চেয়ে মৃত্যুর হার কম কোরিয়ায়। মারা গেছেন ৫০ জন। মৃত্যুর হারের দিক দিয়ে চীনের পরেই রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৮৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৩৩ জন। আর ইরানে আক্রান্ত ৬ হাজার ৫৬৬ জনের মধ্যে মারা গেছেন ১৯৪ জন।
প্রতিদিনই আক্রান্ত হচ্ছে নতুন নতুন দেশ। করোনা ভাইরাস এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১০৪টি দেশে ছড়িয়েছে পড়েছে।