আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের জনপ্রিয় প্রতিরোধকামী জোট হাশ্দ আশ-শাবির অঙ্গ সংগঠন আসাইব আহল আল-হাক প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে, তারা মার্কিন বাহিনীকে ইরাকের আকাশসীমা লঙ্ঘন করতে দেবে না।
সংগঠনের রাজনৈতিক শাখার মুখপাত্র মাহমুদ আল রুবায়ি বলেন, মার্কিনীরা অনানুষ্ঠানিকভাবে ইরাকের আকাশসীমায় তৎপর রয়েছেন এবং তারা ইরাকের আকাশসীমা লঙ্ঘন করছে। মারাত্মকভাবে বারবার এই আকাশসীমা লঙ্ঘন ইরাক সরকারের অদ্ভুত অবস্থানের সঙ্গে খুবই ঘনিষ্ঠ। মার্কিনিদের আকাশ সীমা লঙ্ঘনের এ ব্যাপারে ইরাক সরকার নিষ্ক্রিয় রয়েছে বলেও মন্তব্য করেন মাহমুদ আল-রুবায়ি।
তিনি বলেন, ইরাকের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং এই সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোন প্রচেষ্টার বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে সরকার গঠিত হয়েছে কিন্তু মার্কিন সেনাদের পক্ষ থেকে ইরাকের আকাশসীমা লঙ্ঘন ব্যাপারে বাগদাদ সরকারের নীরবতা সেই প্রতিশ্রুতির সাথে সঙ্গতিপূর্ণ নয়।
সান নিউজ/এসএম