আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর আরোপিত অমানবিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে ৭৭ জাতিগ্রুপ (জি৭৭) এবং চীন।
বিশ্বের ১৩৪টি উন্নয়নশীল দেশকে নিয়ে গঠিত এই গ্রুপ ও চীন এক ঘোষণায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তার বিরোধিতা করেছে।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের ৪৪তম বার্ষিক বৈঠক থেকে এ ঘোষণা প্রকাশিত হয়।ঘোষণায় বলা হয়, ইরানের ওপর আরোপিত একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে দেশটির জনগণের উন্নতি ও অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাজেই অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ২০১৫ সালে আমেরিকাসহ ছয় বিশ্বশক্তি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে। ওই সমঝোতা অনুযায়ী ইরানের ওপর থেকে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি মার্কিন সরকারও তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
কিন্তু ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরানকে ওয়াশিংটনের অন্যায় আবদারের কাছে নতিস্বীকার করতে বাধ্য করার জন্য ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর ঘোষণা দিয়ে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করে। কিন্তু তা সত্ত্বেও তেহরানকে নতজানু হতে বাধ্য করতে পারেনি আমেরিকা।
সান নিউজ/এসএম