আন্তর্জাতিক

করোনায় চাপ সামলাতে পারছে না ইতালির হাসপাতালগুলো

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১০ লাখ ছাড়ানোর পরদিনই নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৮ হাজার মানুষ। একদিনে নতুন করে আইসিউতে নিতে হয়েছে ৯০ জনকে। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে দেশটির আইসিইউতে রয়েছেন ৩ হাজার ১৭০ জন।

দেশটির চিকিৎসকরা জানিয়েছেন, মহামারির মধ্যে ইতালি যদিও তাদের আইসিইউ সক্ষমতা বৃদ্ধি করেছে কিন্তু এরপরেও পরিস্থিতি অনুযায়ী তা যথেষ্ট নাও হতে পারে। দেশটিতে বর্তমানে ৫০০০ এর বেশি রোগীকে একসঙ্গে আইসিইউ সুবিধা দেয়া সম্ভব নয়।

রয়েছে অ্যানাস্থেসিওলোজিস্টস ও অন্যান্য বিশেষজ্ঞদের অভাবও। এরইমধ্যে দেখা যাচ্ছে, এম্বুলেন্সগুলো হাসপাতালের বাইরে ঘণ্টার পর ঘন্টা দাড়িয়ে থাকছে কারণ হাসপাতালগুলোতে জরুরি সেবা দেয়ার সুযোগ নেই।

অভিযোগ উঠছে যে স্বাস্থ্য কর্মকর্তারা প্রয়োজনীয় সেবা দিচ্ছেন না রোগীদের। একটি ভিডিওতে দেখা গেছে এক রোগী বাথরুমের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে।

তার আত্মীয়রা জানিয়েছেন, এটি এমার্জেন্সি বিভাগের মধ্যেকার ঘটনা। বৃহস্পতিবার ওই ভিডিও ভাইরাল হয়েছে। এতে ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির নাগরিকরা। তারা এর সঠিক তদন্ত চাইছেন জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে।
ইতালির কার্ডারেলি হাসপাতালে ধারণ করা ওই ভিডিওতে আরো দেখা যায়, হাসপাতালের মধ্যে গাদাগাদি করে রোগীদের রাখা হয়েছে।

তাদের সবার কাছে যথাযথ চিকিৎসা উপকরণও নেই। ওই ভিডিওকে ‘দুঃখজনক’ জানিয়ে একটি ভিডিও বিবৃতি দিয়েছেন হাসপাতালের মহাসচিব গুসেপ লঙ্গো। তবে এটি কে রেকর্ড করেছে তা খুঁজে বের করতে আভ্যন্তরীণ তদন্তের ঘোষণা দেন।

ইতালিজুড়ে হাসপাতালগুলো গত এক সপ্তাহে ভরে উঠেছে। করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলো তার ধারণ ক্ষমতার বেশি রোগীকে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যাও বেড়েছে, বুধবার সেখানে এ রোগে প্রাণ হারান ৬২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত এ ভাইরাসে দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪৩ হাজার মানুষ। বৃটেনের পর এটিই ইউরোপে সর্বোচ্চ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা