আন্তর্জাতিক ডেস্ক:
কুয়েত যেতে করোনা ভাইরাসমুক্ত সনদ লাগবে না বলে জানিয়েছে সে দেশের সরকার। দেশটির সরকার ১০ দেশের জন্য এ সনদের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেছে।
বৃহস্পতিবার কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালিদ আল-হামাদ আল-সাবাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক বৈঠকে সনদটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বাংলাদেশ, ভারত, তুরস্ক ও মিসরসহ ১০ দেশের নাগরিকদের জন্য করোনা ভাইরাসমুক্ত থাকার প্রমাণ সনদ প্রদান করতে হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে দেয়া এক বিবৃতিতে কুয়েতের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী বারাক আলি আল-শিতান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কুয়েতে অবস্থিত দূতাবাসগুলোকেও অবগত করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স ও আরবটাইমস অনলাইন।
এর আগে ৩রা মার্চ কুয়েতগামী যাত্রীদের করোনা ভাইরাসমুক্ত থাকার প্রমাণ হিসেবে সনদ প্রদর্শন করতে হবে বলে জানিয়েছিল দেশটির বিমান পরিচালনা কর্তৃপক্ষ (ডিজিসিএ)।
এ অবস্থায় বিপাকে পড়েছিলেন বাংলাদেশি প্রাবাসীসহ বিশ্বের বাকি ১০ দেশের নাগরিকরা। তাদের অনেকে যাত্রার ভিসা-টিকেট সব ঠিক থাকলেও সময়মতো সনদ পাবেন কি না তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন।
কিন্তু এমন সনদ সংগ্রহে জটিলতা ও প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষার সুবিধা সকল দেশে না থাকায় ডিজিএসএ’কে তাদের সিদ্ধান্ত স্থগিত করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ। তার বদলে কুয়েতে যাওয়া ব্যক্তিরা করোনা ভাইরাসমুক্ত কিনা তা নিশ্চিতে বিকল্প ব্যবস্থা খুঁজে বের করতে বলা হয়েছে।
সান নিউজ/সালি