আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের রাজপথে ভারী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা। খবর স্কাই নিউজের।
রাস্তায় যারা মহড়া দিচ্ছেন তারা বলেন, আমরা যুদ্ধে যাচ্ছি বলেই আমাদের কাছে এসব ভারী অস্ত্র রয়েছে।
জর্জিয়া, অ্যারিজোনা ও পেনসিলভানিয়ার মতো যেসব দোদুল্যমান রাজ্যে জো বাইডেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন, সেসব রাজ্যে এ ধরনের সশস্ত্র মহড়া দেখা গেছে।
নিরাপত্তাগত কারণে এবং বাইডেনের হাত থেকে আমেরিকাকে রক্ষা করতে তাদের এ মহড়া বলে জানান অস্ত্র নিয়ে মহড়ারতরা। তারা বলেন, বাইডেন দেশকে ধ্বংস করে ফেলবে।
শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন। তারপর থেকেই রাস্তায় অস্ত্র নিয়ে নামেন ট্রাম্প সমর্থকরা।
সান নিউজ/বিএস