আন্তর্জাতিক ডেস্ক : তিক্ত প্রচারণা আর টানটান উত্তেজনার মধ্যে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর মুকুট উঠল ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মাথায়। শনিবার পেনসিলভানিয়ায় জয়ের মাধ্যমে তার চূড়ান্ত বিজয় নিশ্চিত হতেই রাস্তায় নেমে আসেন সমর্থকেরা। শুরু হয় বাঁধভাঙা উল্লাস।
তবে বিপরীত চিত্র ছিল ট্রাম্প সমর্থকদের মধ্যে। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে এদিন বিক্ষোভ করেছেন তারা।
ডোনাল্ড ট্রাম্পও অবশ্য হাল ছাড়েননি। আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এ নেতা। তার কথায়, ‘নির্বাচন শেষ হতে এখনও অনেক বাকি।’
তবে ট্রাম্প মেনে নেন অথবা না নেন, তাতে থোড়াই কেয়ার ডেমোক্র্যাট সমর্থকদের। বাইডেন বিজয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উন্মাদনা দেখা যায় তাদের মধ্যে।
তুমুল হর্ষধ্বনি আর হাততালি শোনা গেছে ওয়াশিংটনজুড়ে। বহু মানুষ ব্যালকনিতে দাঁড়িয়ে চিৎকার করে, গাড়ির হর্ন বাজিয়ে, থালা-বাসন পিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আওয়াজ আসছিল সেখানকার ক্যাপিটল ভবনের চারপাশ থেকেও। এসময় অনেককেই খুশির অশ্রু মুছতে দেখা গেছে।
বাইডেনকে জয়ী ঘোষণার পর ব্রুকলিনের রাস্তায়ও ছিল আনন্দ-উল্লাস। অনেকেই বাড়ির ছাদে উঠে নাচ শুরু করেন। রাস্তা দিয়ে চলাচলরত পথচারীদেরও তাতে সমর্থন দিতে দেখা যায়।
সেদিক থেকে ট্রাম্প সমর্থকদের মধ্যে ছিল অসন্তোষ, সন্দেহ আর পদত্যাগের মিশ্র প্রতিক্রিয়া।
ক্ষুব্ধ ট্রাম্পপন্থীরা ‘ভোটচুরি বন্ধ’ করার দাবিতে জড়ো হয়েছিলেন মিশিগান, পেনসিলভানিয়া ও অ্যারিজোনার ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে। সেসময় ফিনিক্সের বিক্ষোভকারীরা সুর তোলেন, ‘আমরা নীরিক্ষা চাই’।
তবে ফল ঘোষণার পর দুই পক্ষই রাস্তায় থাকলেও এখন পর্যন্ত কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে সরে পড়তে শুরু করেছেন রিপাবলিকান সমর্থকেরাও। যদিও আইনি লড়াইয়ে জেতার আশায় এখনও বুক বেঁধে আছেন তাদের অনেকেই। সূত্র: রয়টার্স।
সান নিউজ/এসএম