ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা ভাইরাসের আতঙ্ক এখন সর্বত্র। বিষয়টি এমন অিবস্থায় গেছে যে, কারোর সামান্য জর-সর্দি হলেই অবিশ্বাস আর সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছেন একে অন্যের প্রতি।
সেই ভয় আর আতঙ্গ থেকেই করোনাভাইসের সংক্রামনের ভয়ে নিজের স্ত্রীকে বাথরুমে আটকে রাখলেন এক ব্যক্তি। ইউরোপের দেশ লিথুয়ানিয়ার ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে ভেবে সন্দেহ করছিলেন তার স্বামী।
জানা যায়, কয়েকদিন আগে ইতালি থেকে আসা এক চীনা নারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই ব্যক্তির স্ত্রী। পরে চীনা নাগরিকের সংস্পর্শে গিয়ে তিনিও করোনা আক্রান্ত হতে পারেন এমন আতঙ্কে তাকে বাথরুমে আটকে রাখেন তার স্বামী।
বাথরুমে বন্দি থাকা অবস্থায় ওই মহিলা পুলিশে ফোন করে এই ঘটনা জানান। পরে পুলিশ দ্রুত এসে তাকে উদ্ধার করে।
তবে অভিযুক্ত ওই ব্যক্তির দাবি, স্ত্রীকে বাথরুমে আটকে রেখে তিনি চিকিতসকের কাছে পরামর্শ নিচ্ছিলেন যে কীভাবে সংক্রমণ থেকে বাঁচা যায়।
পরবর্তীতে ঐ ব্যক্তির স্ত্রী করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা জানান, তিনি আক্তান্ত নন।
ডেইলি মেইলের খবরে বলা হয়, লিথুনিয়ায় করোনাভাইরাসে একজন আক্রান্ত হয়েছে।
এদিকে এই ভাইরাস বিশ্বের ৬২টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেন ৯০ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ৩ হাজারের।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে।