আন্তর্জাতিক ডেস্ক : ভোট কারচুপির অভিযোগ এনে সকল রাজ্যের ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টে দারস্থ হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক ভাষণে তিনি নির্বাচনে জালিয়াতির জন্য দুঃখ প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব।
ইতোমধ্যে বিভিন্ন রাজ্য থেকে ইলেকটোরাল ভোটের ফলাফল আসতে শুরু করেছে। তবে এরই মধ্যে ট্রাম্পের এ ভাষণ নতুন করে নির্বাচন নিয়ে জটিলতার সৃষ্টি হলো।
এদিকে হোয়াইট হাউসের সামনে হাজারো বিক্ষোভকারী বিক্ষোভ করছে এবং ট্রাম্প জিতলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। নির্বাচনের দিন রাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন হাজারো ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভকারী। সেখান থেকে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি ওয়াশিংটন।
সান নিউজ/এম/এস