আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন আরও একবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সেজন্য পূজা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর এক গ্রামের বাসিন্দারা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিজয় কামনা করে ভারতের দক্ষিণের একটি গ্রামে ৩ নভেম্বর মঙ্গলবার পূজার আয়োজন করা হয়। তামিলনাডুর থুলাসেন্দ্রাপুরাম গ্রামের বাসিন্দা ট্রাম্পকে পছন্দ করেন। তারা চান ট্রাম্পই আবারও জয়ী হবেন। সে কারণেই এই পূজার আয়োজন।
হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী দাবি করেছে, ট্রাম্পের বিজয়ের জন্য ৫০ লাখ হিন্দুর সমর্থন রয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরুর আগেই থুলাসেন্দ্রাপুরাম গ্রামের বাসিন্দারা বিশেষ প্রার্থনার জন্য মন্দিরের সামনে জড়ো হন। স্থানীয় এক রাজনীতিবিদ পূজার অংশ হিসেবে মূর্তির ওপর দুধ ঢেলে দেন।
তিনি জানান, এই পূজার সংবাদ সংগ্রহের জন্য ১৫টিরও বেশি গাড়ি ও মোটরসাইকেল নিয়ে সাংবাদিকরা এসেছিলেন।
রাজধানী থেকে শতাধিক মাইল দূরের এই গ্রামটিতে হিন্দুত্ববাদী দল হিন্দুসেনার ২৪ জনেরও বেশি সদস্য গেরুয়া কাপড় পরে অগ্নিপূজা করেছে এবং ট্রাম্পের বিজয়ের জন্য স্লোগান দিয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা বিষ্ণু গুপ্ত রয়টার্সকে বলেছেন, ট্রাম্প পাশে থাকলেই কেবল ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে এবং তিনি যত দিন প্রেসিডেন্ট থাকবেন, তত দিন চীন ও পাকিস্তানকে দূরে রাখা যাবে।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের বিজয় কামনা করেও বিশেষ প্রার্থনা ও পূজা করেছেন দক্ষিণ ভারতের একটি গ্রামের মানুষ। কমলা হ্যারিসের মা জন্মগ্রহণ করেছেন তামিলনাডুতে। সে কারণে ভারতের বহু মানুষের সমর্থন রয়েছে তার প্রতি।
শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে সারাবিশ্ব। এর মধ্যেই বেশ কিছু ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফল হাতে এসেছে। এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে ২৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন।
গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ১১৯টি ইলেকটোরাল ভোট।অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৯২টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।
তবে ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকলেও জনগণের ভোট এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন পর্যন্ত ভোট পেয়েছেন ২ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৫৭২টি ভোট। এদিকে, বাইডেনকে ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৬৫৯ জন ভোটার।
সান নিউজ/এসএম