আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী বিশপদের কাছে পাঠানো এক চিঠিতে সমকামী বিয়ের বিরোধিতা নিয়ে পোপ ফ্রান্সিসের অবস্থান আবারও নিশ্চিত করেছে ভ্যাটিকান৷ সমকামী বিয়ে সমর্থন নিয়ে পোপের মন্তব্যগুলো ব্যাপক সম্পাদনা করা হয় বলে চিঠিতে যুক্তি দেখানো হয়েছে৷
ভ্যাটিকান জানিয়েছে, সিভিল ইউনিয়ন ‘ল বা সমকামীদের এক ছাদের নিচে বাস করা নিয়ে পোপ ফ্রান্সিসের মন্তব্যগুলো প্রসঙ্গ উল্লেখ না করে উদ্ধৃত হয়েছে৷ জোর দিয়ে বলা হয়েছে, সমকামী বিয়ে নিয়ে পোপের মন্তব্য ক্যাথলিক চার্চের মতবাদের আলাদা কিছু নয়৷
পোপ ফ্রান্সিস সংবাদ শিরোনাম হন একথা বলে যে, সমকামীদের একটি পরিবারে থাকার অধিকার রয়েছে এবং সেই অধিকারের কথা মনে রেখেই সিভিল ইউনিয়ন আইন করা প্রয়োজন৷ তার জীবন নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ফ্রান্সেসকোতে তিনি একথা বলেন৷ ২১ অক্টোবর রোমের ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রথম দেখানো হয়৷
ভ্যাটিকানের চিঠিতে বলা হয়েছে, পরিবারের সদস্য হিসেবে সমকামীদের অধিকারের কথা বললেও পোপ ফ্রান্সিসের অবস্থান সমকামী বিয়ের বিপক্ষেই রয়েছে৷ আলাদা দুই সময়ে দুটি ভিন্ন প্রশ্নের উত্তর ওই প্রামাণ্যচিত্রে একসঙ্গে চালানোর ফলেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে৷ সূত্র : এপি, রয়টার্স
সান নিউজ/এম/এস