ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা ভাইরাস নামে পরিচিত কোভিড-১৯ আক্রান্ত হয়ে চীনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার নয়শ ১২ জনে। আর বিশ্বব্যাপী এখন পর্যন্ত এ ভাইরাসে মৃত্যু হয়েছে তিন হাজার ৪১ জনের।
আজ (০২ মার্চ) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে যারা মারা গেছেন তারা সবাই হুবেই প্রদেশের। এছাড়া, চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০২ জন। জানুয়ারির পর এ পর্যন্ত একদিনে সবচেয়ে কম আক্রান্তের সংখ্যায় এটি।
চীনের পর করোনা ভাইরাসে সবচে বেশি মৃত্যু হয়েছে ইরানে। এ পর্যন্ত দেশটি ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি, সেখানে মৃত্যু হয়েছে ৩৪ জনের। দক্ষিণ কোরিয়ায় মৃত্যু হয়েছে ২০ জনের। জাপানে ১২ জন, হংকং ও ফ্রান্সে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন। গতকাল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় একজন করে মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে ফিলিপাইন, তাইওয়ান, থাইল্যান্ডে একজন করে মারা গেছেন।
চীনের বাইরে বিভিন্ন দেশে প্রতিনিয়ত করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়ছে। ইতালিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৬শ' ৯৪ জন।
আজ সোমবার (২ মার্চ) দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৪৭৬ জন আক্রান্ত হয়েছে। যা চীনে নতুন আক্রান্তের দ্বিগুনেরও বেশি। এনিয়ে দেশটিতে আক্রান্ত সংখ্যা ৪ হাজার ছাড়ালো।
করোনা ভাইরাস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ৫০ টির বেশি দেশে।