আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস কোয়ারেন্টিনে আছেন। রোববার (০১ নভেম্বর) তিনি নিজেই এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তার সঙ্গে দেখা হয়েছে এমন একজনের করোনা পজিটিভ হওয়ার পর থেকেই সেলফ কোয়ারেন্টিনে আছেন ডব্লিউএইচও মহাপরিচালক গেব্রেয়াসুস।
তিনি টুইট বার্তায় বলেন, ‘আমার সঙ্গে দেখা হয়েছিল এমন একজনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। তবে আমি ভালো আছি। আর আমার কোনো লক্ষণও নেই।’ গেব্রেয়াসুস বলেন, ‘আমি সুস্থ থাকলেও ডব্লিউএইচওর প্রটোকল মেনে আমি নিজ ব্যবস্থাপনায় আগামী কিছুদিন কোয়ারেন্টিনে থাকব। আর কাজ করব ঘর থেকেই।’
সান নিউজ/পিডিকে