আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত জনমত জরিপ ও আগাম ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। নির্বাচন ঘনিয়ে আসায় সম্প্রতি নতুন করে জরিপ চালায় সংবাদমাধ্যম সিএনএন ও জরিপ সংস্থা এসএসআরএস । সেখানে উঠে এসেছে এ চিত্র।
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে এরইমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটিরও বেশি ভোটার। যা ২০১৬ সালের নির্বাচনে মোট ভোটার উপস্থিতির অর্ধেক। সিএনএন-এসএসআরএস এর জরিপে বলা হয়েছে, আগাম ভোট দিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে ৬৪ শতাংশই জো বাইডেনের প্রতি রায় দিয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি রায় দিয়েছেন ৩৪ শতাংশ।
এখন পর্যন্ত ভোট দেননি, তবে আগাম ভোট দেওয়ার পরিকল্পনা করছেন এমন ভোটারদের ৬৩ শতাংশই জো বাইডেনের সমর্থক। অন্যদিকে ট্রাম্পের সমর্থক ৩৩ শতাংশ। এক্ষেত্রে দুই তৃতীয়াংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন।
নির্বাচন প্রকল্পের সংগৃহীত তথ্য অনুসারে, আগাম ভোট দেওয়া ভোটারদের সংখ্যা বাড়ছে। এক শতকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ভোট দেওয়া রেকর্ড হতে পারে এবারের নির্বাচনে। ডেমোক্র্যাটিক নেতাদের আশঙ্কা, ট্রাম্প নির্বাচনে হেরে গেলে ফল মেনে নেবেন না। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনও বলেছেন, ‘এটিই তার সবচেয়ে বড় শঙ্কার জায়গা।’
সান নিউজ/এম