নিজস্ব প্রতিবেদক : বিশ্ব উন্নয়ন তথ্য দিবস আজ। মূলত জাতিসংঘ সম্পর্কিত যাবতীয় তথ্যাদি সাধারণ মানুষের কাছে উপস্থাপন করাই হচ্ছে এই দিবসটি পালনের মূল উপাত্ত।
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে। শুরুতে দিবসটি বিশ্ব জাতিসংঘ দিবস হিসেবে পালিত হতো। পরবর্তীতে সময়ের প্রেক্ষাপটে দিবসটি বিশ্ব উন্নয়ন তথ্য দিবস হিসেবে স্বীকৃতি পায়। এই দিবসের ধারণা আসে ১৯৭২ সালে। সে বছর চিলিতে বাণিজ্য ও উন্নয়ন নিয়ে জাতিসংঘের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনেই দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরের বছর ১৯৭৩ সালে প্রথমবারের মতো বিশ্ব উন্নয়ন তথ্য দিবস পালিত হয়। এরপর থেকে বিশ্বের প্রায় সব দেশে নিয়মিতভাবে পালন হয়ে আসছে দিবসটি।