আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরের উপকূলবর্তী তুরস্কের একটি শহর থেকে রাশিয়ার তৈরি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে সেদেশের সেনাবাহিনী। মার্কিন হুশিয়ারি উপেক্ষা করেও রাশিয়ার তৈরীর এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে তুরস্ক। খবর আরব নিউজের।
আড়াই বিলিয়ন ডলারে ক্রয়কৃত রুশ সমারাস্ত্র গত শুক্রবার পরীক্ষার সময় উপকূলীয় শহর সিনোপ থেকে একটি ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উড়ে যেতে দেখা যায়। চলতি সপ্তাহে এই প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানোর কথা ছিল তুরস্কের। তার আগে এই পরীক্ষাকে সামনে রেখে কৃষ্ণ সাগর এলাকায় নৌযান ও বিমান চলাচলে সতর্কতা জারি করে তুরস্ক।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এস-৪০০ পরীক্ষার বিষয়টি অস্বীকার বা স্বীকার কিছুই করবে না। এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্র চায় না যে, তুরস্ক রাশিয়ার তৈরি একই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করুক। দেশটির অভিযোগ, এর ফলে নেটোর প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য বেহাত হতে পারে। গত বছর তুরস্কের কাছে এফ-৩৫ জেট বিক্রি স্থগিত করে ওয়াশিংটন। এছাড়া দেশটির ওপর অবরোধ আরোপেরও হুমকি দেয় যুক্তরাষ্ট্র।
সান নিউজ/এসএ