আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার লাগোসে পুলিশি নৃশংসতার বিরুদ্ধে চলমান বিক্ষোভে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে অন্তত ২০ জন নিহত হয়। এসময় বহু মানুষ আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) একজন প্রত্যক্ষদর্শী জানায়, ২০ জনের মরদেহ দেখেছেন তিনি এবং আহত অবস্থায় দেখেছেন অন্তত ৫০ জনকে।
এ ব্যাপারে বিবিসির নাইজেরিয়া সংবাদদাতা জানিয়েছেন, পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে গেলে- বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় তারা। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এছাড়াও, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিও থেকে অনেক বিক্ষোভকারীকে আহত অবস্থায় ছোটাছুটি করতে দেখা গেছে। সূত্র : বিবিসি।
সান নিউজ/এসএম