আন্তর্জাতিক ডেস্ক : ইতালির ছোট্ট শহর নরটস্কি। করোনা প্রতিরোধে বর্তমানে বিশ্বের প্রায় সমস্ত শহরগুলোতেই সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে । তবে ইতালির নরটস্কি নামের ছোট্ট শহর দেখা গেল এক অদ্ভুত ব্যাপার। শহরটিতে জিওভান্নি ক্যারিলি (৮২) এবং জিম্পিয়েরো নোবিলি (৭৪) নামে মাত্র দুইজন লোক বাস করেন। কিন্তু তা সত্ত্বেও করোনা প্রতিরোধে তারা কঠোরভাবে মেনে চলছেন সকল সতর্কতা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, শহরটি ইতালির পেরুজা প্রদেশের উম্বরিয়াতে অবস্থিত। ওই শহরে তাঁদের কোনও প্রতিবেশী নেই, তবুও অবসরপ্রাপ্ত এই প্রবীণরা কোনও ধরণের ঝুঁকি নিতে চান না। তবে এই শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি প্রায় ৯০০ মিটার উঁচুতে অবস্থিত। সেখানে যাওয়া এবং আসাও বেশ দূরহ ব্যাপার। এত উচ্চতা সত্ত্বেও সেখানে মাস্ক পড়েন ক্যারিলি এবং নোবিলিও।
শহরের বাসিন্দা ক্যারিলি সিএনএনকে জানিয়েছেন, এই ভাইরাস থেকে মৃত্যুর আশঙ্কা রয়েছে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তবে আমার দেখাশোনা কে করবে? আমার বয়স হয়েছে, তবে আমি আমার ভেড়া, গরু, মৌমাছি এবং বাগানের যত্ন নিতে এখানে থাকতে চাই। আমি আমার জীবনটা খুব ভালভাবে কাটাচ্ছি।
সান নিউজ/এসকে