আন্তর্জাতিক ডেস্ক :
বসনিয়ার একটি জঙ্গলে আশ্রয় নেয়া কয়েকশ’ বাংলাদেশি শরণার্থীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম।
বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে এবস শরণার্থী ইউরোপের অভিবাসী হওয়ার প্রত্যাশায় বসনিয়-ক্রোয়েশিয়া সীমান্তবর্তী ভেলিকা ক্লাদুসারে বিভিন্ন জঙ্গলে আশ্রয় নেয় এবং সবাই সেখানে মানবেতর পরিস্থিতিতে বসবাস করছেন।
গত রোববার সকালে ডয়চে ভেলের সাংবাদি আরাফাতুল ইসলাম ও তার সহযোগি অনুপম দেব কানুনজ্ঞ একটি প্রতিবেদন করলে জাতিসংঘ থেকে আজ তাদের কাছে সাহায্য পৌছে।
প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশিসহ প্রায় কয়েক হাজার মানুষ ওই জঙ্গলে আশ্রয় নিয়েছেন। আজ প্রায় ৬০০ জনকে সাহায্য করেছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। সূত্র: ডিডব্লিউ।
সান নিউজ/এসএম