আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূল ৭.৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছে। এ অবস্থায় ক্ষয়ক্ষতি এড়াতে সুনামির সতর্কতা জারি করা করেছে দেশটি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে রুশ গণমাধ্যম আরটি জানায়, সোমবার (১৯ অক্টোবর) আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের দক্ষিণে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরপরই আশপাশের এলাকা কম্পন অনুভূত হয়। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যান সাধারণ মানুষ। যদিও এখন পর্যন্ত কারো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র থেকে বলা হয়, জলোচ্ছ্বাসের আশঙ্কায় স্যান্ড পয়েন্ট, কোল্ড-বে এবং কোডিয়াকে তাৎক্ষণিক সতর্কতা জারি করা হয়েছে। আক্রান্ত অঞ্চলে অবস্থানরতদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
সান নিউজ/এসএম