আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে কথা বলার জন্য শিকাগোতে অবস্থিত ট্রাম্প টাওয়ারের ১৬তলায় রশিতে ঝুলে আছে ২০ বছর বয়সী এক যুবক। তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করে কিছু কথা বলতে চান। তাকে এ সুযোগ করে না দেওয়া হলে রশি কেটে ফেলে আত্মহত্যা করবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, রোববার(১৮অক্টোবর) বিকেলে ইলিনয় রাজ্যের শিকোগোর মার্কিন প্রেসিডেন্টের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের ১৬তলায় এক ব্যক্তিকে ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে যায়।
রশিতে ঝুলে থাকা ওই তরুণ ভিডিও বার্তায় বলেছেন, ‘হ্যালো, আমি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের একজন সদস্য। নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাই। আমি মারা যেতে চাই না। যদি কেউ রশিতে টান দেয়, তাহলে আমি লাফ দিয়ে আত্মহত্যা করব।’ ওই তরুণের কথায় পূর্ব ইউরোপের ছাপ রয়েছে।
শিকাগো পুলিশ বিভাগের (সিপিডি) পক্ষ থেকে বলা হয়েছে, তারাসহ শিকাগো অগ্নি বিভাগ (সিএফডি), সোয়াতসহ বিভিন্ন সংস্থার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই তরুণকে বোঝানোর চেষ্টা করছেন যাতে তিনি আত্মহত্যা না করেন। আপাতত ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সান নিউজ/এসকে/এস