আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটন ডিসি ও যুক্তরাষ্ট্রের অন্যান্য কয়েকটি শহরে হাজার হাজার মহিলা ভোটার নিজেদের ভোট প্রয়োগ কোরে প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে দিতে এবং সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারক, এইমি কোনি ব্যারেটের মনোনয়নের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন।
মহিলা বিক্ষোভের নির্বাহী পরিচালক, রাচেল ওলিয়েরি বলেন, "ট্রাম্পকে থামানোটাই যথেষ্ট নয়, আমরা আরো জানাতে চাই যে, এই দেশের প্রতি আমাদের প্রতিজ্ঞা পূরণে দায়বধ্যতা আছে, ভবিষ্যৎ গড়ার, সেই প্রতিশ্রুতি পালনে, আমাদের সবাইকে একত্রে কাজ করে এগিয়ে যেতে হবেI”
বিক্ষোভে অংশগ্রহণকারী ওপর এক মহিলা জানান, "এই মুহূর্তে আমরা ভাবছি আমাদের গণতন্ত্র হুমকির মুখে এবং দেশে একটা পরিবর্তন আনতে, আমরা মহিলাদের ক্ষমতাকে স্বীকৃতি দিতে চাইI”
ওয়াশিংটন ডিসি'র সামনে এসে মহিলা বিক্ষোভের সমাপ্তি টানা হয়, ৩রা নভেম্বর নির্বাচনে জনগণকে উৎসাহিত করতে ৫০ লক্ষ টেক্সট বার্তা মোবাইলে পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলিতেও শনিবার, এধরণের শত শত ৱ্যালির আয়োজন করা হয়।
সান নিউজ/এনকে/এস