আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ায় শনিবারের দীর্ঘায়িত ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় হাজার হাজার লোক ঘর-বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানান কম্বোডিয়ার কর্তৃপক্ষ। কম্বোডিয়ার রাজধানী নমপেনসহ ১৯টি প্রদেশ ও শহরে প্রায় আড়াই লক্ষের অধিক জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় বিনষ্ট হয়েছে প্রায় দুই লাখ চল্লিশ হাজার হেক্টর কৃষিজমি এবং প্লাবিত হয়েছে প্রায় ষাট হাজার বসত-বাড়ি।কর্তৃপক্ষ আট হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।
এদিকে. প্রধানমন্ত্রী, হুন সেন, নম পেন শহরের দুর্গত আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করার সময় তাদের মাঝে কম্বল ও জরুরি সহায়তা প্রদান করেন। পরবর্তীতে আরো ভারী বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে।
সান নিউজ/এনকে/এস