আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘের দেয় অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে ইরানের ওপর থেকে। রোববার (১৮ অক্টোবর) সকালে আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, এখন আর কোনো বাধা নেই ইরানের ওপর। যেকোনো দেশে অস্ত্র আমদানি-রপ্তানি করতে পাবো আমরা।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সমাজ ইরানকে পরমানু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব রক্ষা করেছে। যাতে স্পষ্ট বলা হয়েছে ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ইরান অস্ত্র আমদানি রপ্তানি করতে পারবে।
আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী আজ (রোববার) তেহরান সময় ভোররাত সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৬টায়) ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন প্রচেষ্টা আরেকবার সম্পূর্ণ ব্যর্থতার মুখোমুখি হলো।
সান নিউজ/এসএম