আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন সরকার সমর্থিত ও কুর্দি নিয়ন্ত্রিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ উগ্রবাদী দায়েশের কয়েকশ সহযোগীকে মুক্তি দিয়েছে। দায়েশকে সহযোগিতার জোরালো সন্দেহে এসব ব্যক্তিকে আটক করা হয়েছিল।
গত বৃহস্পতিবার এসডিএফ গেরিলারা কামিশলি শহরের আলাইয়া বন্দিশালা থেকে ৬৩১ জন বন্দিকে মুক্তি দেয়। কামিশলি শহরটি রাজধানী দামেস্ক থেকে ৬৩ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সন্ত্রাসবাদের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছিল এবং সম্প্রতি ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় তাদেরকে মুক্তি দেয়া হলো।
এসডিএফ গেরিলাদের হাতে হাজার হাজার ব্যক্তি আটক রয়েছে যারা দায়েশ এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর সহযোগী হিসেবে কাজ করছিল বলে সন্দেহ করা হয়। এসব বন্দীর বেশিরভাগই সিরিয়া ও ইরাকের নাগরিক। এছাড়া, এসডিএফ’র হাতে অনেক বিদেশী নাগরিকও বন্দী রয়েছে। তবে তাদেরকে নিজ নিজ দেশ ফিরিয়ে নিতে রাজি হয় নি।
সিরিয়ান ডেমোক্র্যাটিক কাউন্সিলের কো-চেয়ারম্যান আমিনা ওমর কামিশলি শহরে এক সংবাদ সম্মেলনে জানান, মুক্তি দেয়া সবাই সিরিয়ার নাগরিক। তিনি বলেন, এসব ব্যক্তি তাদের সাজার অর্ধেক পূরণ করেছে এবং এদের হাত রক্তে রঞ্জিত নয় বলে প্রমাণিত হয়েছে। সূত্র : পার্সটুডে।
সান নিউজ/এসএম