আন্তর্জাতিক ডেস্ক :
নভেম্বরে তিউনিশিয়ার রাজধানী তিউনিসে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
লিবিয়ায় জাতিসংঘ মিশন থেকে রোববার এ ঘোষণা দেয়া হয়েছে।
লিবিয়ায় জাতিসংঘ মিশন এক বিবৃতিতে বলেছে, প্রতিদ্বন্দ্বী দু পক্ষের মুখোমুখি এ আলোচনার স্বাগতিক দেশ হতে যাচ্ছে তিউনিশিয়া। এর আগে সবার মধ্যে প্রস্তুতিমূলক পরামর্শ ও আলোচনা হবে।
জাতিসংঘ মিশন বলছে, ঐক্যবদ্ধ সরকার গঠনের কাঠামো সৃষ্টির উদ্দেশ্যে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলোচনা সফল হলে অল্প সময়ের মধ্যে লিবিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর নেতারা এ আলোচনায় অংশ নেবেন এবং নারী ও শিশুদের প্রতি তাদের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে। আলোচনায় শুধুমাত্র লিবিয়া লোকজনই অংশ নেবেন বলে জাতিসংঘ মিশন তাদের বিবৃতিতে পরিষ্কার করেছে।