আন্তর্জাতিক ডেস্ক :
ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো আমেরিকাসহ বিদেশি সেনাদের ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছে।
প্রতিরোধকামী সংগঠনগুলো বলেছে, ইরাকের মাটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নেয়ার সুযোগ দিতে তারা হামলা বন্ধের ঘোষণা দিচ্ছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের জাতীয় এবং রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার প্রতি সম্মান দেখিয়ে এই শর্তসাপেক্ষ সুযোগ দেয়া হচ্ছে। বিবৃতিতে মার্কিন সরকারকে যে যেকোনো ধরনের প্রতারণা, দীর্ঘসূত্রতা অথবা বিলম্ব করার পরিণতি সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে। সূত্র : পার্সটুডে।
সান নিউজ/এসএম