আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় ওয়াজিরিস্তানের সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৬ জঙ্গি নিহত হয়েছে।
রোববার (২৩ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রীসহ নিহত ১২
এর আগে, পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকাটিতে রাতভর সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সেনা সদস্যদের গুলি বিনিময় হয়। এতে প্রাণ হারায় জঙ্গিদের দলটির সবাই। এদিকে, নিহতরা সবাই পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে দাবি করেন পাকিস্তান। নিহত সবাই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান- টিটিপির সদস্য বলে জানা যায়।
অপরদিকে, বিগত কয়েকদিন ধরেই আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে টিটিপির সংঘর্ষ চলছে।
সান নিউজ/এমএইচ