আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক লাশ। এ সময় সর্বশেষ ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে গাজায় নিহতের সংখ্যা ৪৮,৫৭০ ছাড়িয়েছে।
রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু।
আরও পড়ুন: ইসি-১৯ দেশের মিশন প্রধানদের বৈঠক
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ভূখন্ডে চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলায় আরও ১৪ জন নিহত হয়েছেন। এর ফলে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বর্বর হামলায় এখন পর্যন্ত ৪৮,৫৭২ জনের মৃত্যু হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৫ জনের লাশ উদ্ধার করেছেন। এ ছাড়া ইসরায়েলি চলমান আক্রমণে আহত হয়েছেন আরও ৫১ জন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১২,৩২ জনে পৌঁছেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
সান নিউজ/এমএইচ