সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

উত্তর মেসিডোনিয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৫৯

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব ইউরোপে দেশ উত্তর মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) স্থানীয় সময় ভোররাতে ‘পালস ক্লাবে’ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সেখানে প্রায় ৫০০ মানুষ দেশটির জনপ্রিয় হিপ-হপ ব্যান্ড ডিএনকে’র কনসার্ট উপভোগ করছিলেন।

আরও পড়ুন: পাকিস্তানে বাসের কাছে বিস্ফোরণ, নিহত ৭

কর্মকর্তারা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় ভোররাত ২.৩০ মি. দিকে ‘পালস ক্লাবে’ আগুন লাগে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং সংকীর্ণ বের হওয়ার পথের কারণে অনেকেই বের হতে পারেননি।

উত্তর মেসিডোনিয়ার সরকারি কৌঁসুলির দপ্তরের মুখপাত্র বিলজানা আরসোভস্কা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের জন্য দায়ী সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে; যাদের মধ্যে মন্ত্রণালয়ের সেই কর্মকর্তারাও রয়েছেন, যারা নাইটক্লাবের অনুমোদন দিয়েছিলেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পানচে তস্কোভস্কি জানান, ক্লাবটির কার্যক্রম চালানোর কোনো বৈধ লাইসেন্স ছিল না। ক্লাব পরিচালনার পেছনে ঘুষ ও দুর্নীতির কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা তা এখন তদন্ত করছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মূলত একটি পুরোনো কার্পেট গুদামঘরকে রূপান্তরিত করে নাইটক্লাব হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে জরুরি পরিস্থিতির জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। কৌঁসুলি আরসোভস্কা জানিয়েছেন, ক্লাবটিতে বের হওয়ার জন্য মাত্র একটি কার্যকরী পথ ছিল, কারণ পেছনের দরজা ছিল তালাবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী তস্কোভস্কি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কনসার্ট চলাকালে পটকা জাতীয় আতশবাজির আগুন ছাদে লাগে, যা দাহ্য পদার্থ দিয়ে তৈরি ছিল। এরপর মুহূর্তেই আগুন পুরো ক্লাবে ছড়িয়ে পড়ে।

বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে, ব্যান্ডের পারফরম্যান্স চলাকালে দু’টি আতশবাজি জ্বলে ওঠে এবং আগুন দ্রুত ছাদে ছড়িয়ে পড়ে। তখনো অনেক দর্শক ক্লাবে ছিলেন এবং কেউ কেউ আগুন নেভানোর চেষ্টা করছিলেন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৫৩

উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী হ্রিস্তিজান মিকোস্কি একে দেশের জন্য অত্যন্ত শোকাবহ দিন বলে মন্তব্য করেছেন। সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে এবং ঘটনার তদন্তে জরুরি বৈঠক ডেকেছে।

দেশটির প্রেসিডেন্ট গোর্দানা সিলিয়ানভস্কা-দাভকোভা বলেছেন, কোনো ব্যবসা বা কার্যক্রম মানদণ্ড ও নিয়মকানুনের বাইরে পরিচালিত হতে পারে না। নিরীহ মানুষের জীবন যেন আর ঝুঁকিতে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য বুলগেরিয়া, গ্রিস, সার্বিয়া এবং তুরস্কে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় ঋতুরাজ বসন্তে মুগ্ধতা ছড়াচ্ছে শিমুল

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতি...

কুমিল্লায় অবৈধ পাঁচ ইটভাটা বন্ধ 

জেলা প্রতিনিধি: ভ্রাম্যমাণ আদালত কুমিল্লার দেবিদ্বারে অবৈধভা...

৭ কলেজের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে ‘ঢাকা...

ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর...

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জান...

ঐকমত্য কমিশনের কাছে একগুচ্ছ প্রস্তাব 

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) জাতীয় ঐকমত্য কমিশনের...

ঢাকায় আসছেন চার্লস পিটার্স

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্ট...

গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষো...

পুলিশকে যে নির্দেশনা দিলেন

নিজস্ব প্রতিবেদক: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কর...

দেশ উন্নয়নশীল হওয়ার সময় পেছানো উচিত নয়

নিজস্ব প্রতিবেদক: এলসিডি থেকে উত্তরণে আগে তেমন কোন প্রস্তুতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা