আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা গঙ্গার পানি বন্টন সংক্রান্ত সমস্যা নিয়ে বৈঠকে বসেছেন।
শুক্রবার (৭ মার্চ) কলকাতার এক হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সিরিয়ায় ব্যাপক সংঘর্ষ, নিহত ৪১
মঙ্গলবার (৪ মার্চ) ফারাক্কায় জল পরিমাপের পর বৈঠক বসেন ভারত ও বাংলাদেশের যৌথ কমিটির প্রতিনিধিদল। বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি অনুযায়ী পানি ভাগাভাগি নিয়ে কথা হয়।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব মোহাম্মদ আবুল হোসেন ফারাক্কাতে ডিডাব্লিউকে বলেন, গঙ্গার পানি বণ্টন নিয়ে সন্তুষ্ট তারা। তবে এই বছর পানি প্রবাহ কম থাকার জন্য কম পানি পাচ্ছে দুই দেশ।
এদিকে, পানি কম পেলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেচের সমস্যা হয়। ঐ এলাকার জীববৈচিত্রের সমস্যা হয়। দেশের সুন্দরবন অঞ্চলে সমস্যা হয়। সেই গুলো আলোচনায় জানানো হয়। পানিপ্রবাহ কম থাকলে ভারতও প্রভাবিত হয়। পানি কম থাকলে ভাগাভাগি কম করতে হবে, এই টেকনিক্যাল বিষয় নিয়েই মূলত আলোচনা হয় বলে জানায়।
এই বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, যৌথ নদী কমিশনের সদস্য ও জল-শক্তি মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ অফিসার শরত চন্দ্র, ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডেসহ অন্যান্যরা। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, যৌথ কমিটির নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আবুল হোসেন।
আরও পড়ুন: ভারত-যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচ...
এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আবু সৈয়দ, মেদরি জাহান, মোহাম্মদ সামসোজ্জাহানসহ অন্যান্যরা। আগামীকাল যৌথ নদী কমিশনের টেকনিক্যাল বৈঠক। বৈঠকে ২ দেশেরই আরও কয়েকজন প্রতিনিধির যোগ দেয়ার কথা।
গঙ্গার পানি বন্টনের পর (৭ মার্চের) বৈঠকে ২ দেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট, সীমান্ত নদীগুলিকে কেন্দ্র করে ২ দেশের পরিকল্পনা সংক্রান্ত দ্বিপাক্ষিক সিদ্ধান্ত সেই সভায় আলোচিত হওয়ার কথা।
সান নিউজ/এমএইচ