আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় পোটোসি অঞ্চলে দুই বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
আরও পড়ুন: উত্তেজনা-তর্কে পণ্ড ট্রাম্প-জেলেনস্কির বৈঠক
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার (১ মার্চ )স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ উয়ুনি ও কলচানি শহরের মধ্যে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পোটোসি পুলিশের একজন মুখপাত্র জানান, এই প্রাণঘাতী দুর্ঘটনার ফলে ৩৭ জন প্রাণ হারিয়েছেন। আহত ৩৯ জন উয়ুনি শহরের চারটি হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ কর্মকর্তারা নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছেন। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরও শনাক্ত করা হচ্ছে।
বলিভিয়ার পাহাড়ি সড়কগুলো তেমন রক্ষণাবেক্ষণ করা হয় না। এসব সড়কে নজরদারিও কম থাকে। তাই এসব সড়ক বেশ বিপজ্জনক। এই সড়কগুলোতে প্রতি বছর গড়ে এক হাজার ৪০০ জনের প্রাণ যায়।
সান নিউজ/এএন