আন্তর্জাতিক ডেস্ক: ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল।
আরও পড়ুন: ধ্বংসস্তূপে মিলল আরও ১৭ লাশ
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নেপালেরব ভূমিকম্পের কেন্দ্র ছিল হিমালয় কন্যা এই দেশটির মধ্যাঞ্চলীয় সিন্ধুপালচক জেলায়। জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র তার ওয়েবসাইটে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ডে স্থানীয় সময় ভোররাত প্রায় ২টা ৫১ মিনেটে এই কম্পন আঘাত হানে।
ভূমিকম্পের পর হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় কর্তৃপক্ষ বর্তমানে ক্ষতিগ্রস্ত অঞ্চলের পরিস্থিতি মূল্যায়ন করছে বলে জানা গেছে।
সান নিউজ/এএন