আন্তর্জাতিক ডেস্ক:
হাইতির রাজধানী পোর্ট আব প্রিন্সের বাইরে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন শিশু নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
ধারণা করা হচ্ছে, মোমবাতির আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুন লাগার কারণ জানতে এতিমখানায় তদন্ত চালানো হচ্ছে।
কর্মকর্তারা জানান, নিহত শিশুদের মধ্যে দুইজন আগুনে পুড়ে মারা গেছেন। বাকিরা ধোয়ার কারণে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় মারা গেছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ না থাকার কারণে জেনারেটর নষ্ট থাকায় মোমবাতি জ্বালানোর পর এই অগ্নিকাণ্ড ঘটে। এতিমখানাটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা চার্চ অব বাইবেল আন্ডারস্টেন্ডিংয়ের সহায়তায় পরিচালিত হতো।
সংস্থাটি হাইতিতে প্রায় একশ এতিমখানা পরিচালনা করে। তবে পুড়ে যাওয়া এতিমখানাটি অবৈধ ছিল বলে জানা গেছে।
দাতব্য সংস্থা লুমোস জানায়, হাইতিতে ৭৬০টির বেশি এতিমখানা রয়েছে। এর মধ্যে মাত্র ১৫ শতাংশের লাইসেন্স রয়েছে। এই এতিমখানাগুলোতে প্রায় ৩০ হাজার শিশু বাস করেন।
২০১০ সালের বড় ভূমিকম্পের পর হাইতিতে এ ধরণের এতিমখানার সংখ্যা বেড়েছে বহুগুণ। সুত্র:বিবিসি
সান নিউজ/সালি