আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ সুদানের ওমদুরমানের একটি বাজারে সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১৫৮ জন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য জানায়।
আরও পড়ুন: পাকিস্তানে হামলায় ১৮ সেনা নিহত
প্রতিবেদনে বলা হয়েছে, তবে র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) পাল্টা একটি বিবৃতিতে দিয়ে ওই বাজারকে লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করেছে। এদিকে, বেসামরিকদের লক্ষ্যস্থল করার জন্য তারা প্রতিপক্ষ সেনাবাহিনীকে দায় দিয়েছে।
অপরদিকে, নীল নদের তীরে অবস্থিত সুদানের রাজধানী খার্তুমের অপর পাশেই ওমদুরমান শহর। এটিকে খার্তুমের ‘যমজ শহর’ও বলা হয়। অন্যদিকে, ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা দেশটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে আঘাত হেনে আসছে। ২ বাহিনীর একত্রীকরণকে কেন্দ্র করে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়।
সান নিউজ/এমএইচ