আন্তর্জাতিক ডেস্ক : করোনা একটি ‘ইন্টারেস্টিং’ বিষয় বলে মন্তব্য করেছেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে আমি অনেক কিছু জেনেছি। এটা খুবই ‘ইন্টারেস্টিং’ বিষয়। এই বিষয়ে সবাইকে জানাব আমি।
ওয়াল্টার রিড হাসপাতাল থেকে টুইট করা এক ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন।
এদিকে একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প মাস্ক পরে গাড়িতে বসে আছেন। হাত নাড়ছেন সমর্থকদের উদ্দেশে। হাসপাতাল থেকে বাইরে বের হয়েছেন তিনি।
ট্রাম্পের এমন কাজ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ওয়াল্টার রিড হাসপাতালের একজন চিকিৎসকও উদ্বেগ জানিয়েছেন।
ওয়াল্টার রিড হাসপাতালের চিকিৎসক জেমস ফিলিপস বলেন, গাড়ির মধ্যে থাকা প্রত্যেকের জীবন এতে ঝুঁকিতে পড়বে। ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে না থেকে রাজনৈতিক এমন নাটকের জন্য কেউ মারাও যেতে পারে বলেও মন্তব্য এই চিকিৎসকের।
প্রেসিডেনশিয়াল হিস্টোরিয়ান মাইকেল বিশ্লস এক টুইটে বলেন, একজন অসুস্থ প্রেসিডেন্ট সমর্থকদের অভিবাদন জানাতে হাসপাতালের বাইরে যাবেন কেনো? গাড়ির মধ্যে থাকা সিক্রেট সার্ভিসের লোকজনকে কেন তিনি স্বাস্থ্যঝুঁকিতে ফেলবেন?
সান নিউজ/ বিএম/এস