আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন।
শুক্রবার ( ২৪ জানুয়ারি) ভান্ডারা জেলার নাগপুরের কাছে অবস্থিত কারখানাটির এলটিপি (লেপ্রোস্কপিক টার্গেটিং প্ল্যান্ট) সেকশনে সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি।
আরও পড়ুন: ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ
জেলা কালেক্টর সঞ্জয় কোলটে জানান, বিস্ফোরণের পর কারখানার ছাদ ধসে পড়ে, যার ফলে ১৪ জন কর্মী আটকা পড়েন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং ৩ জনকে জীবিত ও ১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। ধ্বংসস্তূপ সরানোর জন্য খননযন্ত্র ব্যবহার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর শব্দ ৫ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। প্রকাশিত ভিডিওতে কারখানা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ৫ জন কর্মীকে উদ্ধার করা হয়েছে এবং বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। তিনি একজন কর্মীর মৃত্যুতে গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। মুখ্যমন্ত্রী আরও জানান, উদ্ধারকাজ তদারকির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে বিশেষ উদ্ধারকারী দল ও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।
সান নিউজ/এমএইচ