আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন ডিসিতে শপথ গ্রহণের মাধ্যমে ২য় বারের মতো আজ প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন: কলম্বিয়ায় বিদ্রোহীদের হামলায় নিহত ৮০
ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি জানিয়েছিল, প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে অবৈধ অভিবাসীদের গণহারে দেশে ফেরত পাঠানো, পরিবেশগত আইন কমানো এবং সবক্ষেত্রে বৈচিত্র নিশ্চিত করণের যেসব পোগ্রাম আছে সেগুলো বাতিল করবে তারা।
বিবিসি জানিয়েছে, ট্রাম্প আজ ২০০টিরও বেশি নির্বাহী অ্যাকশনে স্বাক্ষর করবেন। যার মধ্যে থাকবে অসংখ্য নির্বাহী আদেশও। এই আদেশগুলো আইনগতভাবে মেনে চলতে সবাই বাধ্য। এছাড়া তিনি কিছু প্রেসিডেন্সিয়াল ঘোষণাও দেবেন। যেগুলোর কোনো আইনি বাধ্যবাধকতা নেই।
এছাড়া তৃতীয় লিঙ্গের মানুষদের নারীদের খেলায় অংশগ্রহণেও নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ জারি করবেন বলে জানান তিনি। এর পাশাপাশি শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণের বিষয়টি অঙ্গরাজ্যগুলোকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।
সান নিউজ/এএন