আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিকে ইসরাইলিদের বড় পরাজয় বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি।
আরও পড়ুন : ট্রাম্পের শপথ আজ
রোববার (১৯ জানুয়ারি) তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জেনারেল ইসমাইল কানি বলেছেন, ফিলিস্তিন ও লেবাননের জনগণের ওপর ১৫ মাস ধরে সীমাহীন নৃশংসতার পর, নির্মম, রক্তপিপাসু এবং শিশুহত্যাকারী ইহুদিবাদী সরকারকে চরম অবমাননার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য করা হয়েছে।
তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি ইসরাইলি সরকারের ওপর আরোপিত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে অতীতে ফিলিস্তিনিরা যে সমস্ত ধারার ওপর জোর দিয়েছিল তা অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন : ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল
কানি আরও বলেন, ইহুদিবাদী সরকারের অপমান এবং তাদের জীবনের সবচেয়ে বড় পরাজয়ের কথা (রোববার) উন্মোচিত হবে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।
সান নিউজ/এমআর