আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী ইস্তান্বুলে বিষাক্ত মদ পান করে ১১ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : সোনার খনি থেকে ৬০ লাশ উদ্ধার
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, ২৬ বিদেশি নাগরিকসহ মোট ৩৮ জন বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়লে তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১১ জনের। এর আগে গত বছর একইভাবে ১১০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যায় ৪৮ জন।
আরও পড়ুন : যুক্তরাজ্যে নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার এমা রেনল্ডস
মিথানলমিশ্রিত অ্যালকোহলকে এর কারণ বলে মনে করা হয়। মিথানল এমন একটি বিষাক্ত পদার্থ যা মদের কার্যকারিতা বাড়াতে ব্যবহার করা হয়। কিন্তু বিষাক্ত এই পদার্থটি শরীরে প্রবেশের পর অন্ধত্ব, লিভারের ক্ষতি ও মৃত্যুর কারণ হতে পারে।
তুরস্কে ভেজাল অ্যালকোহল থেকে বিষক্রিয়া বেশ সাধারণ একটি ঘটনা। মদ্যপ পানীয়ের ওপর কর বাড়ানোর ফলে এ ধরনের অ্যালকোহল গ্রহণের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। বিষাক্ত মদের উৎস খুঁজতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
সান নিউজ/এমআর